আইপিএল ২০২৫ প্লে-অফের সমীকরণ! আপনার প্রিয় দল কি খেলতে পারবে নক আউট ম্যাচ? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গ্রুপ পর্যায়ের শেষ ধাপের দিকে ক্রমশ এগিয়ে চলেছে ২০২৫ আইপিএল! ইতিমধ্যে প্রতিটি দল ৮ থেকে ১০ টি করে ম্যাচও খেলে ফেলেছে। এই মুহূর্তে শীর্ষ স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং শেষ স্থানে ধোনির চেন্নাই সুপার কিংস। রবিবার দুটি হাইভোল্টেজ ম্যাচের পর প্লে অফের সমীকরণ বদলে গিয়েছে অনেকটাই।
এই ফলাফলের পরে প্লে-অফের দৌড় আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে টেবিলের নিচের দিকের দলের জন্য। চলুন দেখে নিই ১০টি দলের প্লে-অফের সম্ভাবনা কেমন —
দিল্লির বিরুদ্ধে জয়ের পর, আরসিবি ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। বাকি চার ম্যাচে তারা যদি অন্তত দুটি ম্যাচ জেতে, তবে তারা প্রায় নিশ্চিতভাবেই প্লে-অফে চলে যাবে। তিন বা চারটি ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে শেষ করাও প্রায় নিশ্চিত।
৮ ম্যাচে ১২ পয়েন্ট থাকা গুজরাট টাইটান্সকে প্লে-অফ নিশ্চিত করতে বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত তিনটি জিততে হবে। যদি তারা চারটি ম্যাচ জেতে, তবে নির্দ্বিধায় প্লে-অফে পৌঁছে যাবে।
মরসুমের শুরুতে খারাপ পারফরম্যান্সের পর মুম্বই ইন্ডিয়ান্স টানা পাঁচটি ম্যাচ জিতে দারুণভাবে কামব্যাক করেছে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করার পর, বাকি চার ম্যাচের মধ্যে তিনটি জিতলে তারা প্লে-অফে জায়গা নিশ্চিত করবে। দুটি ম্যাচ জিতলেও তাদের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল থাকবে।
চলতি আসরে দিল্লি ক্যাপিটালস অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। প্লে-অফ নিশ্চিত করতে তাদের বাকি পাঁচ ম্যাচের মধ্যে অন্তত চারটি জয় দরকার। তিনটি ম্যাচ জিতলেও তাদের প্লে-অফের সুযোগ প্রায় নিশ্চিত হবে।
৯ ম্যাচে পাঁচটি জয় এবং একটিতে কোনো ফলাফল না হওয়া পাঞ্জাব কিংসকে প্লে-অফ নিশ্চিত করতে বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিততে হবে। তিনটি ম্যাচ জিতলেও তাদের ভালো সুযোগ থাকবে যোগ্যতা অর্জনের।
১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এলএসজি। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি চার ম্যাচের মধ্যে অন্তত তিনটি জিততেই হবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসরে বেশ সমস্যায়। ৯ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে কেকেআর। প্লে-অফে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে তাদের বাকি পাঁচটি ম্যাচেই জিততে হবে।
কেকেআরের মতোই হতাশাজনক পারফরম্যান্স করেছে হায়দরাবাদ। ৯ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা। প্লে-অফে জায়গা করে নিতে হলে তাদেরও বাকি পাঁচটি ম্যাচের সবগুলোতেই জয় পেতে হবে।
৯ ম্যাচের মধ্যে সাতটিতে পরাজিত হওয়ার পর রাজস্থান রয়্যালস কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে এখনও অল্প হলেও সম্ভাবনা রয়েছে—তাদের বাকি পাঁচটি ম্যাচ বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্য দলের ফলাফলও তাদের অনুকূলে যেতে হবে।
পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকের অবস্থা রাজস্থান রয়্যালসের মতোই। ৯ ম্যাচে সাতটি হার। প্লে-অফে যেতে হলে তাদেরও বাকি সমস্ত ম্যাচ বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।