বার্সেলোনা ও পিএসজির রয়েছে সুযোগ এই কীর্তি গড়ার, যা আজও স্বপ্ন রিয়াল মাদ্রিদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কোপা ডেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফসি বার্সেলোনা। যে লক্ষ্য নিয়ে জার্মান প্রশিক্ষক হান্সি ফ্লিক দায়িত্ব নিয়েছিলেন, তার একটি পূরণ হয়েছে।
তবে ইউরোপের সেরা ৫ লিগে ত্রিমুকুট জয়ের কীর্তির সুযোগ শুধু বার্সেলোনার কাছে নেই, রয়েছে ফরাসি হেভিওয়েট প্যারিস সেইন্ট জার্মেইনের কাছেও। সাধারণত ত্রিমুকুট হিসেবে ধরা হয় লিগ-কাপ-চ্যাম্পিয়ন্স লিগ জয়কে। আর এই তিন ট্রফি জয়ের সুযোগ রয়েছে শুধু বার্সেলোনা ও পিএসজির। সুযোগ ছিল ইন্টার মিলানের কাছেও, কিন্তু সদ্য ইতালিয়ান কাপের সেমি ফাইনালে এসি মিলানের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে তারা।
কোপা ডেল রে জেতা হয়ে গিয়েছে বার্সার। এদিকে লা লিগাতেও মগডালে ফ্লিকের ছেলেরা। ৫ ম্যাচ বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। আগামী ৩ ম্যাচ জিতলে লা লিগা জিতে যাবে বার্সা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠেছে তারা, সামনে আর্সেনাল।
এদিকে লুই এনরিকের অধীনে অনবদ্য ফুটবল খেলছে পিএসজি। ইতিমধ্যেই লিগ ওয়ান দাপটের সাথে জিতে নিয়েছে তারা। এদিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি, যেখানে তাদের প্রতিপক্ষ রেইমস। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান।