গোয়েঙ্কা রাহুলকে খারাপ কিছু বলেননি! লখনউ কর্ণধারকে চেনালেন প্রাক্তন এই ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো ক্রিকেট খেলছেন কেএল রাহুল। গত তিন বছর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকার পর এবার দিল্লিতে এসেছেন রাহুল। তবে এর কারণ হিসেবে অনেকে মনে করছেন, গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর মাঠে যেভাবে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা খোলাখুলি তিরষ্কার করেছিলেন রাহুলকে।
তবে সেই ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন লখনউ সুপার জায়ান্টসে এক সময়ে খেলা অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্রা। তিনি একপ্রকার লখনউয়ের কর্ণধারের পাশে দাঁড়িয়েছেন।
এক টক শোয়ে অমিত মিশ্রা বলেছেন, "যদি আপনি কর্ণধারের (সঞ্জীব গোয়েঙ্কা) কথা বলেন, আমার মনে হয়নি উনি খুব বেশি নিজেকে জড়ান। অবশ্যই, উনি চাইবেন দল যাতে জেতে। কিন্তু আমরা ম্যাচ হেরেছি আর তারপর উনি আমাদের সাথে জোর গলায় বা ভুল কিছু বলেননি। আমার মনে হয় মিডিয়া বড্ড বাড়াবাড়ি করেছে। আমার মনে হয়নি নেতিবাচক কিছু ছিল।"
এরপর মিশ্রা বলেছেন, "তবে কর্ণধাররা চাইবেন যে হারাটা স্বাভাবিক, কিন্তু মাঠে নেমে অন্তত লড়াই দেখাক দল। লড়ে হারো। তাতে কোনও সমস্যা নেই তাদের। এটাই হয়েছে। কলকাতা আর হায়দরাবাদে পর্যদুস্ত হওয়ার পর, কর্ণধার ড্রেসিংরুমে এসে দলকে উদ্দীপ্ত করার চেষ্টা করেছিলেন। উনি কোনও ভুল কথা বা জোর গলায় কিছু বলেননি।"