রৌণক ঘোষঃ বাঙালির ফুটবল বরাবরই দুই ভাগে বিভক্ত। ইস্টবেঙ্গল-মোহনবাগান তো বটেই কিন্তু আন্তর্জাতিক আঙ্গিনার ক্ষেত্রে এটা অবশ্যই ব্রাজিল-আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ এলে কিংবা একটি কোপা আমেরিকা এলে আমরা বুঝতে পারি যে বাঙালির কী ফুটবল প্রেম এই দুটি দলের জন্য।
পৃথিবীর অন্য গোলার্ধ, একটি সম্পূর্ণ অন্য দেশ এবং অন্য মহাদেশ। তাদের এই চিরকালীন লড়াই বাঙালির ডিএনএর মধ্যেও চলে এসেছে। যার প্রমাণ এই অন্নপ্রাশন বাড়ি। শিশুটি কোন দলকে সমর্থন করবে শিশুটিই ঠিক করবে নিশ্চই ভবিষ্যতে। কিন্তু অন্নপ্রাশন বাড়ির গোটা মন্ডপ জুড়ে অন্তঃসজ্জা, বহিসজ্জার সর্বত্রই ব্রাজিল আর্জেন্টিনার ছাপ। সবুজ হলুদ আর নিল সাদা।
২০০২ এবং ২০২২ বিশ্বকাপ জয়ী দুই দলের থিমে হয় এই অন্নপ্রাশন। শিশুটির নাম রুথ্বিক দাস। ডাক নাম লিও। বাবা রক্তিম দাস ও তাঁর পরিবার সকলেই ব্রাজিল ভক্ত। অন্যদিকে লিওর মা নেহা দাসের দিকের আত্মীয় সজন সকলেই আর্জেন্টিনার সমর্থক।
মন্ডপের অর্ধেক অংশের রঙ শুধুই নীল সাদা। আর বাকি অর্ধেক হলুদ সবুজ। যারা খাওয়ার পরিবেশন করছেন তারাও ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরেই কাজ করছেন। এমনকি ব্রাজিল ভক্ত রক্তিম পরিবারের সদস্যরা হলুদ সবুজ রঙের পাঞ্জাবি-শাড়ি ও অন্যান্য পোশাক পরেন। ঠিক একই ভাবে নীল-সাদা পরেন লিওর মামার বাড়ির সকলে।
খাওয়ারেও ছিল চমক, সবুজ-হলুদ, নীল-সাদা রঙের মিষ্টি, সন্দেশ। এমনকি কার্ডের রঙেও ব্রাজিল-আর্জেন্টিনার ছোঁয়া। এছাড়াও ছিল ব্রাজিল-আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারদের মূর্তি। বুধবার ইছাপুরের নবাবগঞ্জ এভাবেই হয়ে উঠেছিল একটুকরো লাতিন আমেরিকার ফুটবল মাঠ। বাঙালির অনুষ্ঠানে যেন হাজির হয়েছিলেন মেসি-নেইমাররা।