এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগামী তিনটি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সময়সূচি ঘোষণা করেছে। তিন বছরের আই পি এল পরিকল্পনা করে আই পি এল নির্ঘণ্টকে নিশ্চিত করে দিল ভারতীয় বোর্ড!
বিসিসিআইয়ের এই পদক্ষেপ একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করছে, যেখানে তারা শেষ মুহূর্তে তারিখ ঘোষণা করার পুরনো রীতি থেকে সরে এসেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক উইন্ডোতে নিশ্চিত ভাবে প্রভাব ফেলতে এমন করল বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
বিসিসিআই নিশ্চিত যে জোফ্রা আর্চার ২০২৫ সালের আইপিএল মরসুমে অংশগ্রহণ করবেন। তিনি পুরো মরসুমের জন্য নিজেকে তৈরি রেখেছেন। যদিও তাঁর বেস প্রাইস সম্পর্কে কিছু বলা হয়নি, তবে জানা গেছে তিনি ২ কোটি টাকার তালিকার শীর্ষে রয়েছেন।
অন্যদিকে, সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ বোলারদের তালিকায় দীপক হুডার নাম পাওয়া গেছে। এই তালিকায় রয়েছেন মনীশ পাণ্ডে, শ্রীজিত কৃষ্ণন এবং সৌরভ দুবে।