বৈভবের দুই বলে শূন্য! এরপর যা করলেন রোহিত শর্মা, মন জিতে নেবে আপনার

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যর্থ হলেন। আগের ম্যাচে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে হৈচৈ ফেলে দেওয়া বৈভব এদিন মাত্র ২ বলে আউট হয়ে যান। হাইপ এবং প্রত্যাশা নিয়ে নামলেও, মুম্বইয়ের বোলিংয়ের সামনে টিকতেই পারলেন না তিনি। ম্যাচে রাজস্থান রয়্যালস ১০০ রানে হেরে যায় এবং সেইসঙ্গে তাদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়।
তবে ম্যাচ শেষে যে দৃশ্যটা ভাইরাল হয়েছে, তা হল মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার আচরণ। ম্যাচ শেষে করমর্দনের সময় রোহিত এগিয়ে যান বৈভবের দিকে এবং কিছু উৎসাহব্যঞ্জক কথা বলেন। তরুণ এই ব্যাটার যে হতাশ ছিলেন, তা স্পষ্ট ছিল মুখভঙ্গিতে। কিন্তু রোহিতের আন্তরিকতা মন ছুঁয়ে যায় সকলের।
কমেন্টেটর রবি শাস্ত্রী সেই মুহূর্তে বলেন, “তিনি শিখে যাবেন। রোহিত শর্মার কাছ থেকে উৎসাহের বার্তা, সত্যিই দারুণ।”
রোহিতের এই মানবিকতার মুহূর্ত মন জয় করে নিয়েছে অসংখ্য ক্রিকেটপ্রেমীর। তরুণ প্রতিভাদের পাশে দাঁড়িয়ে কীভাবে প্রেরণা জোগাতে হয়, তা আরও একবার দেখালেন ‘হিটম্যান’।