সব ম্যাচ এখন নকআউট! ভেঙ্কটেশের পাশে দাঁড়িয়ে ফিরে আসার প্রত্যয় নাইট অধিনায়ক রাহানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অবস্থা খুব একটা ভালো নয়। ১০ ম্যাচ খেলে নাইটদের পয়েন্ট ৯, লিগ তালিকায় সপ্তম স্থানে। অঙ্কের বিচারে এখনও প্লেঅফসে যাওয়া সম্ভব, কিন্তু সেক্ষেত্রে বাকি চার ম্যাচে জিততেই হবে নাইটদের।
এই পরিস্থিতিতে বেশ চাপ রয়েছে কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানের উপর। তবে অতীতের কথা না ভেবে আপাতত রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে ভাবছেন নাইট অধিনায়ক। এক সাক্ষাৎকারে রাহানে বলেছেন, "আমরা অতীত নিয়ে ভাবছি না। আইপিএলে, মুহুর্তের মধ্যে থাকা আর সেই দিনে সেই ম্যাচে নিজের সেরাটা দেওয়া গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচ আমাদের কাছে নকআউট, আমরা সেভাবেই ভাবছি। এখন, আমাদের পুরো ফোকাস রাজস্থান ম্যাচে। টি২০ ফর্ম্যাটে হারজিত হয়েই থাকে। অতীতে যা হয়েছে, সেখানে হওয়া ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের।"
মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম তথৈবচ। কলকাতার সহ অধিনায়ক ১০ ম্যাচে মাত্র ১৪২ রান করেছেন। তবুও ভেঙ্কটেশের পাশে দাঁড়িয়ে রাহানে বলেছেন, "প্রতিটা খেলোয়াড়ই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান। উনি ওনার সেরাটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারফর্মেন্স আসছে না। উনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই জানি অতীতে এই ফ্র্যাঞ্চাইজিকে কত ম্যাচ জিতিয়েছেন।"
"টিম ম্যানেজমেন্ট থেকে নেতৃত্বের গ্রুপের সবাই ভেঙ্কটেশের সাথে রয়েছে। আমরা প্রতিটা খেলোয়াড়ের পাশে রয়েছি। উনি প্রচন্ড পরিশ্রম করছেন। মানুষ সাধারণত ফলাফলের উপর নজর রাখতে চায়, কিন্তু খেলোয়াড়েরা যে পরিশ্রম করে চলেছে, সেটিও গুরুত্বপূর্ণ। আর সেটি যখন কাজে আসে, তখন দেখতে ভালো লাগে। যখন কাজে আসে না, তখন আপনি প্রশ্ন করতে শুরু করেন, আমরা ভেঙ্কটেশের পাশে রয়েছি। উনি হয়ত, এক ইনিংস দূরে রয়েছেন নিজের সেরা জায়গায় ফিরে আসার জন্য।"