ক্রিকেট থেকে আবারও নির্বাসিত শ্রীশান্থ! কারণ জানলে অবাক হবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন ভারতের প্রাক্তন পেসার শান্তাকুমারণ শ্রীশান্থ। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন শ্রীশান্থকে ৩ বছরের জন্য নির্বাসিত করেছে। গত ৩০ এপ্রিল কোচিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এবার ফিক্সিং নয়, অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কথা বলার জন্য শাস্তি পেলেন শ্রীশান্থ। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনের বেরিয়ে যাওয়া নিয়ে রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মিথ্যাচার ও ভুয়ো বার্তা দেওয়ার অভিযোগ রয়েছে শ্রীশান্থের বিরুদ্ধে। এক মালয়ালম টিভি চ্যানেলে প্যানেল আলোচনায় এমনই মন্তব্য করেছিলেন শ্রীশান্থ।
এই বিতর্কটি শুরু হয়েছিল যখন বিজয় হাজারে ট্রফি থেকে স্যামসনকে কেরালা দল থেকে বাদ দেওয়া হয়েছিল, যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। এরপর এক টিভি শোয়ের আলোচনায় শ্রীশান্থ আশ্বাস দিয়েছিলেন যে তিনি স্যামসন ও কেরালার বাকি খেলোয়াড়দের রক্ষা করবেন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন।
এই মুহুর্তে কেরালা ক্রিকেট লিগে কোল্লাম এইরিস দলের সহ-কর্ণধার হিসেবে রয়েছেন শ্রীশান্থ। নির্বাসনের আগে শ্রীশান্থ, কোল্লাম এইরিস ও আলাপ্পুঝা টিম লিড ও আলাপ্পুঝা রিপ্পলস দলকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সেই শোকজের জবাব না আসায় নির্বাসনের শাস্তি পেলেন শ্রীশান্থ।