এশিয়ায় প্রথমবার খেলার হাতছানি হারাতে চান না খালিদ জামিলের জামশেদপুর এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৩ দিনে, ১৫টি দলের দুর্দমনীয় লড়াইয়ের পর, শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে এফসি গোয়া ও জামশেদপুর এফসি। নিজেদের আট বছরের ইতিহাসে কখনও এএফসি খেলার সুযোগ পায়নি জামশেদপুর, এবার সেই সুযোগ সামনে এসেছে। যার জন্য বাড়তি তাগিদ নিয়ে রয়েছেন কোচ খালিদ জামিল।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে খালিদ বলেছেন, "আমাদের কাছে, এই ফাইনালটা অত্যন্ত জরুরি কারণ এই প্রথমবার আমরা কোনও এশীয় প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করার সুযোগ পাব। ফলে আমরা নিজেদের সেরাটা দেব।" ফাইনাল জিতলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে জামশেদপুর।
সদ্য সমাপ্ত আইএসএলের লিগ পর্বে গোয়ার বিরুদ্ধে ফতোরদায় ২-১ ও নিজেদের ঘরে ৩-১ গোলে জিতেছে জামশেদপুর। তবে এই সাক্ষাৎ সম্পূর্ণ আলাদা হবে, সেটি জানেন খালিদ। তিনি বলেছেন, "এটি পুরোপুরি আলাদা একটি খেলা। আমাদের আরও শক্তিশালী হতে হবে। আমাদের জানতে হবে যে আমরা একটি ভালো দলের বিরুদ্ধে খেলতে চলেছি, যাদের আমি প্রচন্ড শ্রদ্ধা করি কারণ টেকনিক্যালি ওরা খুবই শক্তিশালী। তাই, নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।"
এরপর খালিদ বলেছেন, "এই ম্যাচের কোনও পূর্বাভাস হয় না। প্রত্যেকে জানে যে এই ম্যাচটা আমাদের দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের এখান থেকে ইতিবাচক ফল আনতে হবে। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে।"
এদিকে জামশেদপুর এফসির ২১ বছর বয়সী ফরোয়ার্ড নিখিল বার্লা এই ফাইনাল নিয়ে বলেছেন, "এই ফাইনাল খেলাটা আমার কাছে বিরাট ব্যাপার। ২০১৮ সালে আমি এই অ্যাকাডেমিতে যোগ দিই, আর এখন আমি সিনিয়র দলের হয়ে খেলছি। এটি আমার আর আমার পরিবারের জন্য গর্বের মুহুর্ত।"