আশা রাখছি ভবিষ্যতে আরও জিতব, বর্ষসেরার পুরষ্কার পেয়ে আপ্লুত ইস্টবেঙ্গলের সৌম্যা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে পুরষ্কৃত হয়েছে ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলোথ। সদ্য ইন্ডিয়ান উইমেন্স লিগে ৯টি গোল করেছেন, যা তৃতীয় সর্বোচ্চ। এই বর্ষসেরার পুরষ্কার পেয়ে আপ্লুত সৌম্যা।
এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, "এত বছরের পরিশ্রম ও চোট-আঘাতের সাথে লড়াই করার, এই পুরষ্কারটি হাতে পেয়ে ভালো লাগছে। এটি আমার প্রথম ব্যক্তিগত পুরষ্কার। আমি সারাজীবন এটি মনে রাখব এবং আশা করছি ভবিষ্যতে আরও জিতব।"
এরপর সৌম্যা আরও বলেছেন, "ইস্টবেঙ্গলের হয়ে খেতাব জিততে পেরে খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে যে তেলেঙ্গানার একজন মেয়ে গোল করে দলকে জেতাচ্ছে। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার জন্য যে গোলটি করেছি, সেটি আমার জন্য স্পেশ্যাল। যদি আমরা ম্যাচটি ড্র করতাম, তাহলে আমাদের পক্ষে কাজটি কঠিন হত কারণ আমরা গোকুলাম কেরালার বিরুদ্ধে ফাইনাল খেলতে।"