আইপিএলের মাঝেই হবে মেগা নিলাম! নতুন দল পেলেন সূর্যকুমার-রাহানে-শ্রেয়াসরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের মাঝেই হতে চলেছে আরও এক টি২০ লিগের নিলাম। আগামী ৭ মে যখন ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, সেই দিন হতে চলেছে মুম্বাই টি২০ লিগের নিলাম।
গত কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে চলেছে মুম্বাই টি২০ লিগ। তবে নিলাম হওয়ার আগে দল পেলেন মুম্বাইয়ের তারকা ক্রিকেটাররা। নিলামে আইকন খেলোয়াড়ের তালিকাভুক্ত হওয়ায় ২০ লক্ষ টাকায় দল পেয়েছেন সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, শিবম দুবে, তুষার দেশপান্ডে ও সরফরাজ খান।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানে যোগ দিয়েছেন বান্দ্রা ব্লাস্টার্সে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত খেলা শিবম দুবে খেলবেন এআরসিএস আন্ধেরির সঙ্গে। সূর্যের সঙ্গে চুক্তি করেছে নাইট মুম্বই নর্থ ইস্ট। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস চুক্তিবদ্ধ হয়েছেন সোবো মুম্বই ফ্যালকনের সঙ্গে। পৃথ্বী শ খেলবেন নর্থ মুম্বই প্যান্থার্সের হয়ে। শার্দুলকে দেখা যাবে ঈগল থানে স্ট্রাইকার্সের জার্সিতে। সরফরাজ খান খেলবেন আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে। আর রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপান্ডেকে দলে নিয়েছে মুম্বই সাউথ সেন্ট্রাল মরাঠা রয়্যালস।
আগামী ২৬ মে থেকে ৮ জুন অবধি হবে মুম্বাই টি২০ লিগের নতুন সংস্করণ। এই প্রতিযোগিতার সব ম্যাচ হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।