চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের পর বড় শাস্তির মুখে শ্রেয়াস আইয়ার, ১২ লাখ টাকা জরিমানা বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল ২০২৫-এর ম্যাচে জয় পেলেও বড় শাস্তির মুখে পড়লেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ধীরগতিতে ওভার শেষ করার কারণে তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করেছে বিসিসিআই।
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বুধবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। ম্যাচে পাঞ্জাব কিংস সহজেই জয় পেলেও, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে না পারার জন্য দলকে একটি অতিরিক্ত ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে রাখতে বাধ্য করা হয় ১৯তম ওভারের শুরুতে। তবে এই বাধাও আটকাতে পারেনি চাহালকে, যিনি দুর্দান্ত একটি হ্যাটট্রিক করেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে—
"পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার আইপিএল ২০২৫-এর ৪৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ধীরগতির ওভার-রেট বজায় রাখার কারণে জরিমানার সম্মুখীন হয়েছেন।"
"এটি তার দলের চলতি মরসুমে প্রথমবারের মতো এমন অপরাধ হওয়ায়, আইপিএল কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে," বলা হয়েছে বিসিসিআই-এর বিজ্ঞপ্তিতে।
ম্যাচে অধিনায়ক হিসেবে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শ্রেয়াস আইয়ার। তাঁর ঝকঝকে হাফসেঞ্চুরি পাঞ্জাব কিংসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে চাহাল তুলে নেন এক অসাধারণ হ্যাটট্রিক। চার উইকেটে জয় পায় পাঞ্জাব কিংস।