জাতীয় লিগ জেতার পাশাপাশি এই দুই বিভাগেও সেরার শিরোপা অর্জন ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ইন্ডিয়ান উইমেন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে ২১ বছরের জাতীয় লিগ জয়ের খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। দাপটের সাথে খেলে, মাত্র এক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। তবে শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়, মহিলা লিগের এই দুই বিভাগেও সেরার শিরোপা জিতেছে লাল-হলুদ বাহিনী।
লিগের সেরা গোলকিপারের খেতাব জিতেছেন ইস্টবেঙ্গলের এলাংবাম পান্থোই চানু। এছাড়া সেরা মিডিয়া অ্যাক্টিভিটির পুরষ্কারও পেয়েছে ইস্টবেঙ্গলের মিডিয়া টিম। যেভাবে মহিলা দলের প্রচার নিজেদের সোশ্যাল মিডিয়ায় করে এসেছে লাল-হলুদের মিডিয়া টিম, তা সত্যিই কুর্নিশযোগ্য।
এদিকে এবারের মহিলা লিগের সেরা ফরোয়ার্ডের পুরষ্কার পেয়েছেন গোকুলাম কেরালা এফসির ফাজিলা ইকওয়াপুত, যিনি ২৪টি গোল করেছেন। সেরা ডিফেন্ডার হয়েছেন সেথু এফসির পূর্ণিমা কুমারী। সেরা মিডফিল্ডার হয়েছেন গোকুলাম কেরালার হেমাম শিল্কি দেবী। আর সেরা ম্যাচ আয়োজনেরও পুরষ্কার পেয়েছে গোকুলাম কেরালা।