পরের বছরও কী আইপিএল খেলবেন? নিজেই বড় আপডেট দিলেন ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। এরপর সব ম্যাচ জিতলেও প্লেঅফসে উঠতে পারবে না ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এখন সব থেকে বড় প্রশ্ন হল, এবারের আইপিএলই কী ধোনির শেষ আইপিএল? সেই জবাব নিজেই দিলেন মাহি।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে প্রখ্যাত ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে জিজ্ঞেস করেন, এটাই কি তার শেষ আইপিএল? এর জবাবে রহস্য বজায় রেখেই উত্তর দিলেন চেন্নাই অধিনায়ক। জবাবে ধোনি বলেছেন, "আমি জানি না। আমি পরের ম্যাচের জন্য আসব।"
ফলত বোঝাই যাচ্ছে, পরের বছর আইপিএল খেলার সম্ভাবনা বজায় রাখলেন ধোনি। যদিও ৪৩ বছর বয়সে যেভাবে গ্লাভস ও ব্যাট হাতে জাত চেনাচ্ছেন, তাতে আরও এক মরশুম হয়ত খেলতে পারেন ধোনি।