চ্যাম্পিয়নশিপ নিয়ে জটিলতা থাকলেও আইলিগের সেরার পুরষ্কার ঘোষণা করল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সরকারিভাবে চার্চিল ব্রাদার্সকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করলেও কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের নির্দেশে আপাতত তাতে স্থগিতাদেশ রেখেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এর মাঝেও আইলিগের ব্যক্তিগত ও দলগত সেরা বিভাগের পুরষ্কার ঘোষণা করল ফেডারেশন।
লিগের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীনিধি ডেকান এফসির ফরোয়ার্ড ডেভিড কাস্টানেডা মুনোজ, যিনি পুরো লিগে মোট ১৭টি গোল করেছেন। এদিকে লিগের সেরা কোচ হিসেবে সৈয়দ আব্দুল রহিম পুরষ্কার জিতেছেন চার্চিল ব্রাদার্সের হেড কোচ দিমিত্রিস দিমিত্রিউ।
এদিকে সেরা গোলকিপারের খেতাব জিতেছেন নামধারী এফসির জাসপ্রীত সিং। সেরা ডিফেন্ডার হিসেবে জার্নেল সিং পুরষ্কার জিতেছেন শিলং লাজং এফসির ড্যানিয়েল গোনসালভেস। আর সেরা মিডফিল্ডারের পুরষ্কার জিতেছেন চার্চিল ব্রাদার্সের পাপে গাসামা। সেরা উঠতি খেলোয়াড় হিসেবে নির্ধারিত হয়েছেন দিল্লি এফসির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড হৃদয়া জৈন।
সব শেষে, দলগত পুরষ্কারে আসা যাক। ফেয়ার প্লে পুরষ্কার পেয়েছে ডেম্পো স্পোর্টস ক্লাব। ম্যাচ আয়োজনে সেরা ক্লাব হিসেবে বিবেচিত হয়েছে গোকুলাম কেরালা এফসি। আর সেরা মিডিয়া অ্যাক্টিভিটির পুরষ্কার পেয়েছে রাজস্থান ইউনাইটেড।