৫০ বছরে একবার এমন প্রতিভা আসে, লামিন ইয়ামালে মুগ্ধ ইন্টার মিলান কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-৩ গোলে রুখে দেয় ইন্টার মিলান। বার্সার ঘরের মাঠে ২ গোলে এগিয়ে থেকেও লামিন ইয়ামাল, ফেরান টোরেস ও রাফিনহার গোলে ড্র করে ইন্টার। তবে গোটা ম্যাচে যেভাবে ১৭ বছরের লামিন নাভিশ্বাস ছুটিয়েছেন ইন্টারের ডিফেন্ডারদের, বিশেষ করে তার বিশ্বমানের গোল - তা দেখে আবারও মুগ্ধ বিশ্ব ফুটবল।
মুগ্ধ খোদ প্রতিপক্ষ ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি। ম্যাচের পর লামিনের প্রশংসায় ইনজাঘি বলেছেন, "লামিন ইয়ামান এমন এক প্রতিভা যা ৫০ বছরে একবারই দেখা যায়। ওকে কাছ থেকে দেখতে পেয়ে আমি মুগ্ধ এবং আনন্দিত।"
লামিনের প্রশংসায় মেতেছেন বার্সেলোনার হেড কোচ হান্সি ফ্লিকও। তিনি বলেছেন, "ইয়ামাল স্পেশাল, ও একজন জিনিয়াস। বড় ম্যাচে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আমার প্রতিপক্ষ সিমোনে বলেছেন, প্রতি ৫০ বছরে এমন একজনই আসে। সেটা বার্সেলোনার জন্য হওয়ায় আমি খুশি।"