আইপিএলে রানের বন্যা বইয়ে দিলেও এখনই জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না বৈভব সূর্যবংশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে বৈভব সূর্যবংশী এক নতুন সেনসেশন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী এই ওপেনার। এখনই বৈভবকে ভারতীয় দলের জার্সিতে দেখতে শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
তবে এরপর পরপর শতরান করলেও এই মুহুর্তে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না বৈভব। কিন্তু কেন? এর পিছনে রয়েছে আইসিসির একটি বিশেষ নিয়ম। ২০২০ সালে একটি নতুন নিয়ম এনেছিল আইসিসি, যেখানে বলা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে গেলে একজন ক্রিকেটারকে অন্তত ১৫ বছর বয়সের হতে হবে। এই মুহুর্তে বৈভবের বয়স ১৪। ২০২৬ সালের ২৭ মার্চে ১৫ বছরে পড়বে বিহারের এই ক্রিকেটার। তারপরেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবে বৈভব।
তবে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে। আইসিসির এই বিশেষ নিয়মে এটিও রয়েছে, কোনও খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তা হলে ১৫ বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া হবে। ফলে বিসিসিআই যদি আইসিসির কাছে বৈভবের খেলার জন্য অনুরোধ করে, সেক্ষেত্রে বিবেচনার মধ্যে আনতে পারে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।