২০২৮ সাল থেকে হতে পারে ৯৪ ম্যাচের আইপিএল! এল বড়সড় ইঙ্গিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্সের আগমণের পর আইপিএলের ম্যাচ বেড়ে হয়েছিল ৭৪ ম্যাচে, যা চলছে আজও। তবে এবার ম্যাচের সংখ্যা বেড়ে হতে পারে ৯৪ ম্যাচে, যেখানে প্রতিটা দলের একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগ থাকবে। এমনই বড় ইঙ্গিত দিয়ে বসলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।
এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ধুমাল জানিয়েছেন, আগামী মিডিয়া স্বত্ত্বের চক্রে, যা শুরু হবে ২০২৮ সাল থেকে, বিসিসিআই চিন্তাভাবনা করবে ৯৪ ম্যাচের আইপিএল করার। যদিও ২০২৫ সালে ৮৪টি ম্যাচে বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা করেছিল বিসিসিআই, কিন্তু সূচির সমস্যা ও সম্প্রচারকারকদের বাধায় সেটি পূর্ণতা পায়নি।
এই নিয়ে ধুমাল বলেছেন, "নিশ্চয়ই, এটি আমাদের কাছে সুযোগ। আমরা আইসিসির সাথে কথা বলেছি এই নিয়ে, বিসিসিআইয়ের অন্দরেও এই আলোচনা হয়েছে। যেখানে আইসিসি ইভেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজ এবং ফ্র্যাঞ্চাইজি টি২০ ক্রিকেট নিয়ে সমর্থকদের চাহিদার পরিবর্তন হচ্ছে, আমাদের আরও গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে কীভাবে আমরা এই খেলায় স্টেকহোল্ডারদের সর্বোচ্চ দাম দিতে পারব।"
এরপর ধুমাল বলেছেন, "আমরা দীর্ঘ উইন্ডো চাইছি, কিংবা ৭৪ থেকে ৮৪ বা ৯৪ ম্যাচে আমরা যেতে পারি। যাতে প্রতিটা দলে নিজেদের মধ্যে ঘরে ও বাইরে খেলতে পারে। তার জন্য ৯৪টি ম্যাচ প্রয়োজন। তবে দ্বিপাক্ষিক ক্রিকেট ও আইসিসি প্রতিযোগিতার সূচিতে আমরা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ, হয়ত খুব তাড়াতাড়ি এটি হবে না। তবে যে ছবি সামনে আসছে, যেভাবে বছরের পর বছর সেটির পরিবর্তন হচ্ছে, হয়ত একটি সময়ে আমরা এটিকে বিকল্প হিসেবে বাছব।"