এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কঠিন গ্রুপে পড়ল ভারতের মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২৬ সালে থাইল্যান্ডে হতে চলা এএফসি অনুর্ধ্ব-২০ মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিন্যাস করা হল সোমবার। মালয়েশিয়ার কুয়ালালামপুরের এএফসি হাউসে হওয়া গ্রুপ বিন্যাসে বেশ কঠিন গ্রুপে পড়েছে ভারতের মেয়েরা।
গ্রুপ ডি-তে ভারত খেলবে মায়ানমার, ইন্দোনেশিয়া ও তুর্কমেনিস্তানের বিরুদ্ধে। দেশগুলির আগামী ৬ থেকে ১০ আগস্ট হবে এই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। এই গ্রুপের সব খেলাই হবে মায়ানমারে।
গ্রুপ বিন্যাসের বাছাই করা হয়েছে একটি বিশেষ পয়েন্ট সিস্টেমের মাধ্যমে, যেখানে এই প্রতিযোগিতার শেষ তিন সংস্করণে দেশগুলির পারফর্মেন্সের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। সেই হিসেবে ভারতকে রাখা হয়েছিল পট ২-তে।
মোট ৩৩টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে কেবল ৫টি দেশকে রাখা হয়েছে, বাকি সাতটি গ্রুপে ৪টি করে দেশকে রাখা হয়েছে। আসন্ন অনুর্ধ্ব-২০ মহিলাদের এশিয়ান কাপে দেশের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা আগে ছিল ৮। আয়োজক থাইল্যান্ড সহ আটটি গ্রুপের সেরা দল ও তিনটি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল সুযোগ পাবে এবারের প্রতিযোগিতায়।