জোর বিপত্তি পাকিস্তান সুপার লিগে! বোর্ডের সাথে ঝামেলা বাধল এই ফ্র্যাঞ্চাইজির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের আদলে পাকিস্তানে একই সময়ে চলছে তাদের টি২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগ। তবে অধিকাংশ সময়ে এই লিগে ক্রিকেটের থেকে বেশি শিরোনাম কাড়ে বিতর্ক, যা আবারও সামনে এল। এবার প্রতিযোগিতার মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলা বাধল পিএসএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স।
সোমবার পিসিবির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১ মে মুলতান সুলতান্স ও করাচি কিংসের মধ্যেকার খেলাটি মুলতান ক্রিকেট স্টেডিয়াম থেকে সরে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে। এদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতান্সের ম্যাচ এক দিন পিছিয়ে আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। বলা বাহুল্য, ১ মে লাহোরে দুটি ম্যাচ খেলা হবে। দুপুরে মুলতান বনাম করাচি আর সন্ধ্যেতে লাহোর কালান্দার্স বনাম কোয়েটা খেলা হবে।
পিসিবির তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে জানানো হয়েছে, দেশজুড়ে সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে ম্যাচগুলি সরানো হয়েছে। তবে এই নিয়ে বেশ ক্ষুব্ধ মুলতান সুলতান্স কর্তৃপক্ষ। তাদের মতে, কোনও আলোচনার সুযোগ না দিয়েই জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর।
যদিও এই মুহুর্তে লিগ তালিকার একেবারে অন্তিম স্থানে রয়েছে মুলতান, ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। তবে একটি হোম ম্যাচের সুবিধা না পাওয়া নিয়ে ক্ষুব্ধ তারা।