মেসি-রোনাল্ডোর পর্যায়ে যাওয়ার জন্য লামিন ইয়ামালকে বিশেষ পরামর্শ দিলেন বার্সা কোচ ফ্লিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলছে এফসি বার্সেলোনা। আর সেখানে ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল যে খেলা দেখাচ্ছেন, তা সত্যিই চমকে দেওয়ার মত। অনেকেই ইয়ামালকে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্যায়ে ফেলছেন।
তবে মেসি-রোনাল্ডোর পর্যায়ে যেতে গেলে কী করতে হবে ইয়ামালকে, তা নিয়ে বড় পরামর্শ দিলেন ফ্লিক। শনিবার লা লিগায় রিয়াল ভায়াদোয়িদের বিরুদ্ধে নামার আগে ফ্লিক বলেছেন, "ইয়ামাল জানে আমি ওর থেকে কী চাইছি। যখন আপনি এই পর্যায়ে খেলেন, তখন ধারাবাহিকতা দেখাতে হবে। শুধু একটি ম্যাচের ব্যাপার নয়। প্রতিটা খেলোয়াড়ের উন্নতি করার সুযোগ থাকে এবং সেটাই ওর দরকার।"
এরপর ফ্লিক বলেছেন, "শুধু প্রতিভা নয়, যে বুদ্ধিমত্তা ওর মধ্যে রয়েছে, তার সাথে অদম্য পরিশ্রমে ও মেসি-রোনাল্ডোর পর্যায়ে যেতে পারবে। আমাদের ধৈর্য রাখতে হবে এবং আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা খুবই খুশি যে ও আমাদের হয়ে খেলছে এবং ১৭ বছর বয়সে এমন পর্যায়ে এসেছে, যা অবিশ্বাস্য। আমরা জানি ওকে কঠিন পরিশ্রম করে যেতে হবে এবং আরও উন্নতি করতে হবে। আমার মনে হয় ও তাই চায়। এটাই শেষ নয়।"