ক্লাব বিশ্বকাপেই রিয়ালের জার্সিতে আলেকজান্ডার-আর্নোল্ড, পূরণ করতে হবে লিভারপুলের এই শর্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডিফেন্সকে শক্তিশালী করতে তারকা ইংরেজ রাইট ব্যাক ট্রেট আলেকজান্ডার-আর্নোল্ডকে সই করাতে চলেছে রিয়াল মাদ্রিদ। কথাবার্তা একপ্রকার পাকা, শুধু সরকারি ঘোষণার অপেক্ষা। তবে নতুন মরশুম শুরুর আগে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের জার্সিতে দেখা যেতে পারে আর্নোল্ডকে। কিন্তু এই শর্ত দিয়ে রেখেছে তার বর্তমান ক্লাব লিভারপুল।
ইতালীয় সংবাদমাধ্যম দিয়ারিও এএস এর রিপোর্ট অনুযায়ী, ক্লাব বিশ্বকাপের আগে ট্রেন্টকে ছাড়তে গেলে রিয়াল মাদ্রিদকে ১ মিলিয়ন পাউন্ড দিতে হবে লিভারপুলকে। পাশাপাশি, লিভারপুলে নিজের চুক্তির শেষ মাসের বেতন ছেড়ে দিতে হবে ট্রেন্টকে। কারণ লিভারপুল চায় না ট্রেন্টকে সেই মাসের বেতন দিতে যে মাসে তিনি মাদ্রিদের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ খেলবেন।
আগামী ৩০ জুন লিভারপুলের সাথে চুক্তি শেষ হয়ে যাবে আর্নোল্ডের। তারপর ফ্রি এজেন্ট হিসেবে বিনামূল্যে রিয়াল মাদ্রিদে চলে যাবেন তিনি। ইতিমধ্যেই লিভারপুলকে জানিয়েছেন আর্নোল্ড। তবে এক মাস আগে রিয়ালকে এই প্রস্তাব দিয়ে খানিকটা অর্থ পেতে চাইছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।