ভারতীয় ফুটবলের বর্ষসেরার তালিকায় বাংলার ক্লাব ও বাঙালির ছড়াছড়ি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ২০২৪-২৫ মরশুমে বর্ষসেরা কৃতীদের সম্মানিত করেছে। আর এই বর্ষসেরাদের তালিকায় দুই কৃতী রয়েছে বাংলা থেকে।
পুরুষদের বর্ষসেরা ফুটবলার হিসেবে পুরষ্কৃত হয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক তথা ডিফেন্ডার শুভাশিস বসু। দলকে আইএসএল লিগ শিল্ড ও কাপ জেতানোর পাশাপাশি ডিফেন্সে অসাধারণ ভূমিকা পালন এবং ৬টি গোল করে তাক লাগিয়েছেন এই বাঙালি ডিফেন্ডার।
এদিকে বর্ষসেরা মহিলা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীভূমি ফুটবল ক্লাবের হেড কোচ সুজাতা কর। এবারের ইন্ডিয়ান উইমেন্স লিগে অভিষেক করা শ্রীভূমি তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি শ্রীভূমিকে গতবারের কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন সুজাতা কর।
এদিকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ঘরে ঢুকেছে বর্ষসেরার দুটি করে পুরষ্কার। বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলোথ। এছাড়া বর্ষসেরা মহিলা গোলকিপার হয়েছেন পান্থোই চানু। অন্যদিকে শুভাশিস বসুর সাথে বর্ষসেরা পুরুষ গোলকিপারের খেতাব জিতেছেন বিশাল কাইথ।
বাকি পুরষ্কারের কথা বললে, বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন জামশেদপুর এফসির খালিদ জামিল, এই নিয়ে টানা দ্বিতীয়বার তিনি এই খেতাব জিতেছেন। সেরা উঠতি পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এফসি গোয়ার ব্রাইসন ফার্নান্ডেজ। সেরা উঠতি মহিলা ফুটবলারের খেতাব পেয়েছেন শ্রীভূমি ফুটবল ক্লাবের থোইবিসানা চানু।