জসপ্রীত বুমরাহকে বোলিংয়ের ডন ব্র্যাডম্যানের আখ্যা দিলেন এই অজি কিংবদন্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সর্বকালের সেরা ব্যাটারের তকমা দেওয়া হয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। তবে বোলিংয়ের ক্ষেত্রে সেরা কে, সে নিয়ে অনেক আলোচনা হয়। বর্তমানে ব্যাটিংয়ের দাপট যুক্ত ক্রিকেটে যেভাবে ভারতের সুপারস্টার পেসার জসপ্রীত বুমরাহ তাক লাগিয়ে দিচ্ছেন, তাতে অনেকেই সর্বশ্রেষ্ঠর আখ্যা দিচ্ছেন তাকে।
এবার বুমরাহকে সরাসরি বোলিংয়ের ডন ব্র্যাডম্যানের আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেছেন, "উনি হয়ত সর্বকালের সেরা ফাস্ট বোলার। যখন আপনি পরিসংখ্যান ও বিভিন্ন পরিস্থিতির বিচার করেন, যেখানে ওনাকে খেলতে হয়েছে এবং নিজের স্কিলকে কাজে লাগিয়েছেন, সেখানে আপনি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরিসংখ্যানের তুলনা করলে দেখবেন উনি কতটা এগিয়ে রয়েছেন। তাই আমার মনে হয় বুমরাহ সেই পর্যায়ে পড়েন। ফলে বোঝাই যায়, ওনার অসাধারণত্ব কোন পর্যায়ে রয়েছে।"
গত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের পরাজয় সত্ত্বেও জসপ্রীত বুমরাহ কার্যত একা লড়েছিলেন। ১৩ এর গড়ে ৩২টি উইকেট নিয়েছিলেন তিনি। এই নিয়ে গিলক্রিস্ট বলেছেন, "ভারতের একজন পেসার, যিনি গোটা সিরিজে ধারাবাহিক ছিলেন। এমনটা আমরা আগে দেখিনি। আমরা সেই সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে কাছ থেকে দেখেছি। আমি জানি ফর্ম্যাটটি আলাদা, কিন্তু উনি সেরা অল-ফর্ম্যাট বোলার, এ নিয়ে কোনও তর্ক হবে না।"
চলতি আইপিএলে চোট সারিয়ে ফিরে অনবদ্য বোলিং করছেন বুমরাহ। তার আগমণের পরেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়রথ শুরু হয়েছে। চলতি আইপিএলে ৬.৯৬ ইকোনমি রেট বজায় রেখেছেন বুমরাহ, যেখানে প্রতি ম্যাচে গড়ে ১০টি ডট বল দিয়ে থাকেন তিনি। ডট বলের ক্ষেত্রে বুমরাহের থেকে ভালো রেকর্ড রয়েছে খলিল আহমেদ ও জশ হেজলউডের, কিন্তু তাদের ইকোনমি রেট ৮ এর উপরে।