আমরা তারকা কিনি না, তৈরি করি! কেকেআর ভক্তদের উক্তি তুলে ধরল এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আমরা স্টার প্লেয়ার কিনি না, স্টার প্লেয়ার তৈরি করি - এই উক্তিটি কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা খুবই ব্যবহার করে থাকেন। তবে এই উক্তিটিই এবার নিজেদের জন্য ব্যবহার করলেন রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক।
দিশান্ত বলেছেন, "বছরের পর বছর যখনই কোনও নতুন খেলোয়াড় আমাদের দলে এসেছে, তখন ওরা তারকা ছিল না। ওরা আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এসে তারকা হয়েছে। বর্তমান খেলোয়াড়দের দেখলে, আমরা আত্মবিশ্বাসী যে ওরাও তারকা হবে, আমরা ওদের তারকা বানাব। আমরা সুপারস্টার কিনি না, আমরা সুপারস্টার তৈরি করি, এটাই আমাদের ট্যাগলাইন।"
"উদাহরণ হিসেবে, বৈভব সূর্যবংশীকে ধরুণ। যেভাবে ও ব্যাট করেছিল তাতে সবাই খুশি হয়েছিল। তাই, আগামী কয়েক দিনে, ওর মত ছেলেরা তারকা হয়ে উঠবে। আমাদের সময় এসেছে এসবের বাইরে গিয়ে দেখার। যখন আমাদের কাছে এই খেলোয়াড়েরা থাকবে না, আমাদের ভুলে এগিয়ে যেতে হবে। এখন আমাদের কাছে বৈভব রয়েছে, যশস্বী জয়সওয়াল রয়েছে, সঞ্জু স্যামসন আমাদের অধিনায়ক। আমাদের এই দল নিয়ে এগিয়ে যেতে হবে এবং এই দল নিয়ে নিজেদের জেতার অভ্যেস তৈরি করতে হবে।"
যদিও চলতি আইপিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০০ রানে হেরে বিদায় নিয়েছে তারা। ২০০৮ সালের উদ্বোধনী মরশুমে খেতাব জেতার পর থেকে এখনও অবধি ট্রফি জিততে পারেনি রাজস্থান, শুধু ২০২২ সালে রানার্স আপ হয়েছিল তারা।