অপারেশন সিঁদুরের জেরে সরে গেল এই আইপিএল ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অপারেশন সিঁদুর এর প্রভাব পড়ল আইপিএলে। আগামী ১১ মে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি ধর্মশালা থেকে সরছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
খবরটি নিশ্চিত করেছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল। তিনি বলেছেন, "যেহেতু ম্যাচটি শেষ মিনিটে সরে এসেছে, বিসিসিআই জিজ্ঞেস করেছিল যে আমরা আয়োজন করতে পারব কিনা, আমরা সরকারিভাবে জানিয়েছি যে আমরা তৈরি।"
অপারেশন সিঁদুরের জন্য একাধিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ধর্মশালা, জম্মু ও চন্ডীগড়। এর ফলে বুধবার ধর্মশালায় উড়ে যেতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স দল। যার ফলে হিমাচল প্রদেশ থেকে ম্যাচটি সরানোর পরিকল্পনা করেছে তারা।
যদিও মুম্বাইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হয়েছিল, কিন্তু এতে মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের সুবিধা পাবে বলে আহমেদাবাদে সরিয়ে আনা হয়েছে। এদিকে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলে দিল্লি বিমানবন্দর হয়ে আহমেদাবাদে পৌঁছবে।