অর্থের অভাবে বাতিল হতে পারে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের কেরালা সফর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরের অক্টোবর নাসে কেরালায় প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের, এমনটাই গত বছর ঘোষণা করেছিলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুলরহমান। তবে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা বাতিল হতে পারে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনার এই কেরালা সফরের অন্যতম বড় স্পনসরশিপ দেওয়া হয়েছিল অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একটি শাখা। এই প্রতিষ্ঠান পরিকল্পনা করেছিল, নিজেদের অ্যাপ 'ওলোপ্পো' এর মাধ্যমে ১০০ কোটি টাকা তুলে সেই অর্থ দিয়ে আর্জেন্টিনা দলকে আনার।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই পরিমাণ অর্থ জোগাড় করতে ব্যর্থ হয়েছে তারা, যার ফলে এই সফর বাতিল হতে পারে। এই ১০০ কোটি টাকার মধ্যে, ৭০ শতাংশ অর্থ আর্জেন্টিনা দলের অ্যাপিয়ারেন্স ফি এর জন্য লাগবে। এর ফলে বিকল্প পরিকল্পনা ভাবছে আয়োজকরা।
যদিও এই বিষয়ে ক্রীড়ামন্ত্রী আব্দুলরহমান পুরোপুরি ঠেলে দিয়েছেন স্পনসরদের উপর। এদিকে রিপোর্ট অনুযায়ী, এই ইভেন্টের স্পনসরশিপ দেওয়া হয়েছে রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেড। বলা বাহুল্য, এক বেসরকারি ব্যাঙ্কের তরফ থেকেও আর্জেন্টিনা দলের কেরালায় আসার ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ব্যাঙ্কও এখন এই বিষয়ে নীরব।