ইডেনের পর এবার বোমাতঙ্ক জয়পুর স্টেডিয়ামে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইডেনের পর এবার বোমাতঙ্ক জয়পুরে। বুধবার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শুরুর হওয়ার ঘন্টাকয়েক আগে একটি ই-মেল পেয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেখানে বোমা মেরে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিলো। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয় সিএবি। অনুসন্ধানও শুরু করেছিল কলকাতা পুলিশ। বাড়িয়ে দেওয়া হয় ইডেনের নিরাপত্তা বেষ্টনী। শেষমেশ অবশ্য কিছু মেলেনি।
পূর্ব নির্ধারিত সূচি মেনেই আয়োজিত হয় ম্যাচটি। অপারেশন সিন্দুরের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হয় খেলা শুরুর আগে। এবার ইডেনের পর এবার বোমাতঙ্ক সোয়াই মানসিংহ স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকাল ৯টা ১৩ মিনিটে আসা হুমকি ই-মেলে লেখা ছিলো, “অপারেশন সিন্দুরের সাফল্য উদ্যাপনে আপনাদের স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পারলে সবাইকে বাঁচান।” সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসনের সাথে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছিলেন বম্ব স্কোয়াড, অ্যান্টি টেররিজম স্কোয়াডের সদস্যরাও। দ্রুত খালি করানো হয় স্টেডিয়াম। পুলিশ কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি। এখনও পর্যন্ত কোনো রকম বিস্ফোরক উদ্ধার হয়নি বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে। আগামী ১৬ তারিখ জয়পুরে রয়েছে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। তার আগে আরও কঠোর নিরাপত্তাবলয় নির্মানের চেষ্টা চলছে।