আম্পায়ারের সাথে অভব্য আচরণের জন্য চার ম্যাচের জন্য নির্বাসিত এই বাংলাদেশ তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশের তারকা ব্যাটার তৌহিদ হাসান হৃদয়কে কঠোর শাস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দেশের ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আম্পায়ারের সাথে অভব্য আচরণের জন্য আগামী ৪ ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হৃদয়।
গত শনিবার অর্থাৎ ২৬ এপ্রিল গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে হৃদয়ের নেতৃত্বে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে আম্পায়ার হৃদয়কে ক্যাচ আউটের সিদ্ধান্ত দিলেও ক্রিজে থেকে যান তিনি এবং মাঠ ছাড়েননি। এরপর আম্পায়ারের সাথে বচসা করতে দেখা যায় তাকে।
এই ঘটনার জেরে সেই ম্যাচের অন ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান টিঙ্কু ও আলি আর্মান রাজন, থার্ড আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও চতুর্থ আম্পায়ার এটিএম ইকরাম তার বিরুদ্ধে শৃঙ্খলারক্ষা কমিটিতে অভিযোগ জানিয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দেন হৃদয়। তবে শুনানিতে হাজির হননি হৃদয়, যার ফলে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে কোড অফ কন্ডাক্টের লেভেল ১ অপরাধ ভাঙার অপরাধে দোষী দায়ের করা হয় হৃদয়কে। এর জেরে আট ডিমেরিট পয়েন্ট ও ৪ ম্যাচের নির্বাসনের শাস্তি দেওয়া হয় তাকে।