হারের পরেই অধিনায়ক পন্থের ভুলে এই বড় শাস্তি পেলেন লখনউয়ের ১১ জন তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৪ রানের বড় ব্যবধানে হেরেছে লখনউ সুপার জায়ান্টস। ব্যাট হাতে তো বটেই, অধিনায়কত্বেও এই ম্যাচে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। এর জেরে হারের পরে বড় শাস্তির সম্মুখীন শুধু একা পন্থ হননি, এই ম্যাচে খেলা লখনউয়ের বাকি ১১ জন ক্রিকেটারও হলেন।
মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছেন লখনউ অধিনায়ক পন্থ। যেহেতু চলতি আইপিএলে এটি দ্বিতীয়বার করেছেন পন্থ, এর জেরে নিয়ম অনুযায়ী ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে এই তারকা কিপার-ব্যাটারের। এই আইপিএলে পন্থই প্রথম অধিনায়ক, যিনি মন্থর বোলিংয়ের জন্য দুইবার অভিযুক্ত হয়েছেন।
আর এর জেরে শুধু পন্থ নন, প্রথম একাদশের বাকি ক্রিকেটাররাও পেয়েছেন শাস্তি। বাদ পড়েননি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা মিচেল মার্শও। বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবারের অপরাধে শাস্তি শুধু অধিনায়ক পান, কিন্তু দ্বিতীয়বারের অপরাধে গোটা দলকে শাস্তি পেতে হয়।
যদিও লখনউ ছাড়া রাজস্থান রয়্যালসও এবারের আইপিএলে দুইবার মন্থর ওভার রেটের অপরাধে শাস্তি পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে এক বার অপরাধ করেছেন রিয়ান পরাগ, এক বার করেছেন সঞ্জু স্যামসন।