স্বামীর দুর্দান্ত বোলিং সত্ত্বেও এই কারণে ক্ষোভ প্রকাশ করলেন বুমরাহ পত্নী সঞ্জনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চোট সারিয়ে আইপিএলে ফিরে এসে নিজের পুরোনো ছন্দ দেখিয়ে চলেছেন জসপ্রীত বুমরাহ। বুমরাহের আগমণেই যেন ফর্ম ফিরে পেল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে স্বামীর দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও এক শ্রেণীর মানুষের এই আচরণে ক্ষুব্ধ বুমরাহ পত্নী তথা জনপ্রিয় সঞ্চালক সঞ্জনা গণেশন।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ওয়াংখেড়ের গ্যালারিতে সঞ্জনা বসেছিলেন তার ছোট্ট সন্তান অঙ্গদকে নিয়ে। বাবা বুমরাহ যখন এক ওভারে তিনটি উইকেট নেন, সেই সময় ক্যামেরা ঘোরানো হয় সঞ্জনা ও অঙ্গদের দিকে। সেখানে সঞ্জনাকে উচ্ছ্বসিত রূপে দেখা গেলেও ছোট্ট অঙ্গদের মুখে কোনও প্রতিক্রিয়া নেই। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা মিম পোস্ট তৈরি হয়েছে। আর সেই নিয়ে নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করলেন সঞ্জনা।
ইনস্টাগ্রামে সঞ্জনা লিখেছেন, "আমাদের ছেলে আপনাদের বিনোদনের বিষয় নয়। আমি ও জসপ্রীত অঙ্গদকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করি। আমি জানি, ক্যামেরা ভর্তি একটা স্টেডিয়ামে একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার ফল কী হতে পারে। কিন্তু সবাইকে বুঝতে হবে যে আমি আর অঙ্গদ শুধুমাত্র জসপ্রীতকে সমর্থন করতেই স্টেডিয়ামে যাই। সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম বা প্রচারের আলোয় অঙ্গদকে আনার কোনও ইচ্ছে আমাদের নেই। আমরা চাই না, ৩ সেকেন্ডের একটা ভিডিও দেখে কেউ বিচার করুক অঙ্গদকে।"
এরপর সঞ্জনা লিখেছেন, "ওর মাত্র দেড় বছর বয়স। ওর সঙ্গে মানসিক সমস্যা বা হতাশার মতো শব্দ জুড়তে দেখে খুব খারাপ লাগছে। আপনারা আমাদের ছেলের ব্যাপারে কিছু জানেন না, আমাদের জীবনের ব্যাপারে কিছু জানেন না। তাই আমি অনুরোধ করছি, আপনারা সেটা মাথায় রেখে আপনাদের মতামত দিন। আজকের জগতে সামান্য সততা ও উদারতার অনেক গুরুত্ব রয়েছে।"