ধীরজের জোড়া ভুলে সেমিফাইনাল পরাজিত মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার সুপার কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে পরাজিত বাস্তব রায়ের মোহনবাগান। লড়াই করেও ফাইনালের টিকিট এলোনা বাগানে। কার্যত দ্বিতীয় দল নিয়ে সুপার কাপে খেলতে এলেও কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর নতুন স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। তবে গোলকিপার ধীরজ এবং রক্ষনের ভুলে পরাজয়ের সম্মুখীন হতে হল সবুজ মেরুন ব্রিগেডকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। তবে দীপেন্দু নুনোরা সেই আক্রমণ প্রতিহত করছিল। ম্যাচের ২০ মিনিটে বোরহার ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন ব্রাইসন। যদিও অভিষেকের শরীরে লেগে বল ঢোকে। এক গোলে এগিয়ে যায় গোয়া।
যদিও তিন মিনিটে সমতায় ফেরে মোহনবাগান। আশিকের দুরন্ত পাসে গোল করে যান সুহেল ভাট। দুই দলই গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণ করতে থাকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফলে।
দ্বিতীয়ার্ধে ধীরজের জোড়া ভুল সব স্বপ্ন ভেঙে দেয় মোহনজনতার। ৫০ মিনিটে পেনাল্টি দিয়ে বসেন ধীরজ। গোয়ার ডেজান বক্সে একা ঢুকে পড়লে স্লাইডিং ট্যাকেল করেন ধীরজ। গুররোসেনা পেনাল্টি থেকে গোল করে যান।
এরপর চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেনি মোহনবাগান। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান বোরহা নিজে। কর্ণার থেকে সরাসরি গোল করেন বোরহা, বলের উচ্চতা বুঝতে ব্যর্থ হন ধীরজ। এফসি গোয়ার বিরুদ্ধে ১-৩ ফলাফলে পরাজিত হয় মোহনবাগান।