এএআইএফএফ নির্বাচন ও এফএসডিএল চুক্তি স্থগিত: আইএসএল কি হবে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এএআইএফএফ) ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর সঙ্গে চুক্তি নিয়ে কোনো বৈঠক বা আলোচনা করতে পারছে না। কারণ, ফেডারেশনের নতুন সংবিধানের খসড়া সুপ্রিম কোর্টে বিচারাধীন।
সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নারসিমহা ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এএআইএফএফ-এর খসড়া সংবিধান মামলার শুনানি শেষ করেছে। আদালত জানিয়েছে, চূড়ান্ত রায় জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটির পরে ঘোষণা করা হবে। সেই পর্যন্ত সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কোনো বড় সিদ্ধান্ত না নেয়।
এই নির্দেশের ফলে ফেডারেশন এখন কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারছে না এবং নির্বাচন প্রক্রিয়া আগস্ট মাস পর্যন্ত স্থগিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে, এফএসডিএল-এর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও আপাতত বন্ধ রয়েছে।
ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপদ্ধতি এবং কাঠামো নির্ধারণে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন সব পক্ষই জুলাইয়ের রায়ের জন্য অপেক্ষায়।