ইন্ডিয়ান সুপার লিগে নজর জাভির, কোচিংয়ের দায়িত্বে আসবেন বিশ্বজয়ী মিডফিল্ডার?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্ডিয়ান সুপার লিগের ব্যাপ্তি শুধু ভারতে নয়, ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এর সৌজন্যে শুধুই ভিনদেশের ফুটবলার ও কোচেরা, যারা এই লিগের প্রচার করেন নিজেদের দেশে। সেই কারণে বিশ্বের তাবড় তাবড় ফুটবল ব্যক্তিত্বের কাছে থাকে আইএসএলের খবর।
তেমনই একজন হলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার জাভি। বার্সেলোনার প্রাক্তন কোচ আইএসএলের খেলা লক্ষ্য রাখেন। এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছেন, একাধিক স্প্যানিশ কোচ থাকার জেরে তিনি আইএসএল দেখেন।
সাক্ষাৎকারে জাভিকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন কোন ফুটবল লিগ তিনি নজর রাখেন। এই নিয়ে জাভি বলেছেন, "আমি লা লিগা সব থেকে বেশি ফলো করি। তারপর আসে প্রিমিয়ার লিগ। ফরাসি লিগ অত দেখি না, তবে কখনও কখনও পিএসজি বা মার্সেই, বিশেষ করে প্যারিস।"
"ইতালিতে আমি কোমোকে ফলো করি কারণ ওখানে আমার কিছু বন্ধু রয়েছে, সের্জি রবের্তো ও সেস ফাব্রেগাস। সৌদি ও কাতারে আমার অনেক বন্ধু রয়েছে, ফলে সেখানকার লিগ আমি দেখি। আমি ফুটবল ভালোবাসি। আমি পানামাও ফলো করি কারণ সেখানে আমার বন্ধু রয়েছে। আর কখনও কখনও ইন্ডিয়ান সুপার লিগ কারণ অনেক স্প্যানিশ কোচ রয়েছে ওখানে।"
বর্তমানে মোট ৬ জন স্প্যানিশ কোচ রয়েছেন আইএসএলে। মোহনবাগান সুপার জায়ান্টের জোসে মোলিনা, ইস্টবেঙ্গল এফসির অস্কার ব্রুজো, এফসি গোয়ার মানোলো মার্কেজ, ওড়িশা এফসির সের্জিও লোবেরা, নর্থইস্ট ইউনাইটেডের জুয়ান পেদ্রো বেনালি এবং বেঙ্গালুরু এফসির জেরার্ড জারাগোজা।