ভারতের এই প্রতিবেশী দেশে আসতে পারেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এখনও যদিও চোট-আঘাত ও অফ ফর্মের জন্য মাঠের বাইরে রয়েছেন, তবে নতুন প্রজন্মের ব্রাজিল ভক্তদের কাছে নেইমার আজও সুপারস্টার। ভারতবাসী অপেক্ষায় রয়েছেন, কবে এই ব্রাজিলিয়ান সুপারস্টার আসবেন ভারতে। তবে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ভারতের এই প্রতিবেশী দেশে আসতে পারেন নেইমার।
সব কিছু ঠিকঠাক থাকলে, বাংলাদেশে আগামী ২০২৬ সালের শুরুতে আসতে পারেন নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের ঘনিষ্ট বন্ধু তথা বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ী রবিন মিয়া। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেছেন, "নেইমারের বাংলাদেশ সফরের বিষয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতেই আমরা তাকে বাংলাদেশে আনতে পারব।"
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নেইমারের সঙ্গে একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে কাজ করেছেন তিনি। বাংলাদেশে এলে নেইমারকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের, যেখানে ভক্তদের সাথে দেখা করার সুযোগ করিয়ে দেওয়া হবে।