"আমার কাছে এর কোনও মূল্য নেই...": সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন করুণ নায়ার

Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দুই বছর পর আবারও আইপিএলে প্রত্যাবর্তন করলেন করুণ নায়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪০ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। তবে তাঁর এই ইনিংস বৃথা যায়, কারণ দিল্লি ক্যাপিটালস ১২ রানে ম্যাচ হেরে যায়।
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরাহর এক ওভারে দু’টি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় নাম লেখান করুণ। ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে সমস্ত ফর্ম্যাট মিলিয়ে ১৮৭০ রান করা এই ব্যাটার জানিয়েছেন, সেই আত্মবিশ্বাসই তাঁকে মঞ্চে সাহায্য করেছে।
তবে ম্যাচ শেষে করুণ যা বললেন, তা আরও বেশি নজর কাড়ল।
করুণ বলেন, "দেখুন, এ নিয়ে বলার আসলে কোনও লাভ নেই। আমি ভাল খেলেছি ঠিক, কিন্তু দল ম্যাচ হেরেছে। দল না জিতলে এমন ইনিংসের কোনও মূল্য নেই আমার কাছে।"
তিনি আরও বলেন, "আমি জানতাম আইপিএল কেমন হয়, আমি আগেও খেলেছি। তাই নতুন কিছু নয়। আমার লক্ষ্য ছিল প্রথম কয়েকটা বল দেখে নেওয়া, গেমের গতি বুঝে নেওয়া এবং আবার সেই পরিবেশে মানিয়ে নেওয়া।"
২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শেষ আইপিএল খেলেছিলেন করুণ। এবার প্রথম চারটি ম্যাচে সুযোগ পাননি, কিন্তু মানসিকভাবে তৈরি ছিলেন যে, সুযোগ এলেই কাজে লাগাতে হবে।
"আমরা জানতাম যে ফাফ ডু প্লেসিস চোট পেয়েছে। তাই আমরা যারা বাইরে বসে ছিলাম, তাদের তৈরি থাকতে হতো। আমি জানতাম, সুযোগ এলেই প্রস্তুত থাকতে হবে। আমি ঘরোয়া মরশুমে যেভাবে নিজেকে তৈরি করেছিলাম, ঠিক সেভাবেই প্রস্তুত হয়েছিলাম আইপিএলের জন্য,"— জানান করুণ।
পাওয়ারপ্লেতে টেকনিক্যাল শট খেলার পর পরের দিকে পরিস্থিতি বুঝে ‘ইমপ্রোভাইজ’ করার কথাও বলেন তিনি।
"আমি নিজেকে বলেছিলাম, সময় নাও, সাধারণ শট খেলো। তারপর প্রয়োজনে ইমপ্রোভাইজ করো। ভাগ্য ভালো যে সবকিছু কাজ করেছে। আমি খুশি যে ব্যাট হাতে ভাল কিছু করতে পেরেছি। তবে দল জিতলে সেটা আরও বেশি ভালো লাগত।"
দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে করুণ বলেন, "একাদশ নির্বাচন করা সবসময় কঠিন সিদ্ধান্ত। আমি সেটা সবসময় সম্মান করি। আমার লক্ষ্য ছিল, প্রস্তুত থাকা, আমার নিজস্ব পদ্ধতিতে কাজ চালিয়ে যাওয়া এবং সুযোগ পেলে দলের হয়ে সেরাটা দেওয়া।"
এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে করুণ নায়ার যেন আরও একবার বুঝিয়ে দিলেন— অভিজ্ঞতা, ধৈর্য আর প্রস্তুতির সঠিক সংমিশ্রণ থাকলে বড় মঞ্চে ঝলক দেখানো সম্ভব।