নিরাপত্তার অভাবে ভুগছেন, ভারত ছাড়তে চাইছেন অজি ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএল ২০২৫ এর বাকি ম্যাচগুলি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের সীমান্তে লাগাতার হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর জেরে দ্রুত নিজেদের দেশে ফিরতে চাইছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
একাধিক অজি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্ট এই নিয়ে বার্তা দিয়েছেন। বিশেষ করে যে ক্রিকেটাররা সংবেদনশীল সীমান্ত এলাকায় রয়েছেন, তারা দেশে ফিরতে চাইছেন।
এবারের আইপিএলে একাধিক প্রাক্তন ও বর্তমান অজি তারকা রয়েছেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজলউড, ট্র্যাভিস হেডের সাথে রিকি পন্টিং, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসনের মত প্রাক্তনীরা রয়েছেন। এই পরিস্থিতিতে দেশে ফিরতে চাইছেন সকলে।