নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সকালে দ্য দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি অজ্ঞাত ইমেল পেয়েছে, যেখানে হুমকি দেওয়া হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার। আগামী ১১ মে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ হওয়ার কথা ছিল সেখানে। কিন্তু আইপিএল ২০২৫ এক সপ্তাহ স্থগিত হওয়ার কারণে আপাতত এই ম্যাচ হচ্ছে না।
এই নিয়ে দিল্লি ক্রিকেট সংস্থা দিল্লি পুলিশকে এই বিষয়ে জানিয়েছে। সংস্থার এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদপত্রকে জানিয়েছে, "হ্যাঁ, আমরা সকালে এরকম হুমকি পেয়েছি এবং আমরা ইতিমধ্যেই দিল্লি পুলিশকে জানিয়েছি। ওরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং মাঠে তল্লাশি করে গিয়েছে।"
এর আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ও তারকা পেসার মহম্মদ শামিকে এরকম হুমকির মেইল পাঠানো হয়েছিল। তারপর অপারেশন সিঁদুর হওয়ার পর পাকিস্তানের বাড়বাড়ন্ত আরও বেড়েছিল, কিন্তু ভারতের সক্ষম ডিফেন্স সিস্টেমের জন্য তা প্রতিরোধ করা গিয়েছিল।