ওয়ালিদের দুরন্ত ফর্মে অনুর্ধ্ব-১৩ লিগে তরতরিয়ে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে তামিলনাড়ুর মহাবলীপুরমে এআইএফএফ অনুর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগের জাতীয় পর্ব খেলতে গিয়েছে ইস্টবেঙ্গল। সেখানে আপাতত দুইটি ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছে লাল-হলুদ শিবির, সেখানে মুখ্য ভূমিকা রেখেছে ফরোয়ার্ড ওয়ালিদ হোসেন, ২ ম্যাচে মোট ৮টি গোল করেছে সে।
শুক্রবার গ্রুপ এ এর প্লেঅফ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পোর্টস ম্যানিয়াকে ৮-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। একা ৫টি গোল করে ওয়ালিদ। বাকি গোলগুলি করে রূপম ঘোষ, আর্যমান কেডিয়া ও মহম্মদ আহমেদ ওয়াদু। বলা বাহুল্য, মহম্মদ আহমেদ ওয়াদু প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াদুর ছেলে।
এদিকে গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী কিকস্টার্ট এফসির বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। এই ম্যাচে হ্যাটট্রিক করে ওয়ালিদ, বাকি একটি গোল করে সমরেশ মূর্মু।