জাতীয় দল থেকে বাদ পড়ে নরওয়েতে নিজেকে তৈরি করছেন গুরপ্রীত সিং সান্ধু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : থাইল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। তবে নিজেকে দমিয়ে রাখতে চান না গুরপ্রীত। সেই কারণে এই সময়ে নিজেকে আরও উন্নত করতে চলে গিয়েছে নরওয়েতে, নিজের পুরোনো ক্লাব স্টাবায়েক ফুটবলে।
নিজের সোশ্যাল মিডিয়ায় স্টাবায়েকের সাথে অনুশীলনের একাধিক ছবি পোস্ট করেছেন গুরপ্রীত। তাহলে কী বেঙ্গালুরু এফসি ছেড়ে স্টাবায়েকে ফিরছেন তিনি? গুরপ্রীত জানিয়েছেন, দুই মাসের প্রাক-মরশুম অনুশীলন করতেই শুধু যোগ দিয়েছেন এই ক্লাবে।
স্টাবায়েকের গোলকিপার কোচ এস্পেন গ্রানলির অধীনে অনুশীলন করছেন গুরপ্রীত। এই গ্রানলির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ গুরপ্রীত। একাধিক সাক্ষাৎকারে ভারতের এই শট স্টপার জানিয়েছিলেন, আজ তিনি যেখানে, তা শুধুমাত্র গ্রানলির জন্য।
২০১৪ থেকে ২০১৭ সাল অবধি স্টাবায়েকে খেলেছেন গুরপ্রীত। এমনকি, এই ক্লাবের হয়ে উয়েফা ইউরোপা লিগের একটি ম্যাচেও খেলেছিলেন তিনি, যার জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় খেলার কীর্তি অর্জন করেছিলেন। এরপর গুরপ্রীত ২০১৭ সালে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে।