কলকাতায় খেলে যাওয়া জাতীয় দলের এই ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনের বাজারে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই নিজেদের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুকে ৩ বছরের জন্য চুক্তিবৃদ্ধি করিয়েছে, এবার উইংকে আরও শক্তিশালী করতে মুম্বাই সিটি এফসি থেকে তারকা ফুটবলার বিপিন সিংকে সই করাল লাল-হলুদ ব্রিগেড।
জানা গিয়েছে, ১ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসছেন বিপিন, যেখানে আরও এক বছর চুক্তি বাড়ানোর অপশন থাকবে। আগামী ৩১ মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বিপিনের, ফলে ফ্রি এজেন্ট হিসেবে ইস্টবেঙ্গলে আসছেন তিনি।
ইস্টবেঙ্গল এফসিতে আসতে চলেছেন তারকা উইঙ্গার বিপিন সিং। সরকারি ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।#BipinSingh #EastBengal #Football #XtraTimeBangla pic.twitter.com/SbPwgKYd5G
— XtratimeBangla (@XtratimeB) May 9, 2025
২০১৭ সালে এটিকের হয়ে এক বছর কলকাতায় খেলেছেন বিপিন, তারপর ২০১৮ সাল থেকে মুম্বাই সিটি এফসিতে রয়েছেন তিনি। ২০২১ সালে মুম্বাই সিটির আইএসএল দ্বিমুকুট জয়ের অন্যতম কান্ডারি ছিলেন বিপিন। এছাড়াও ২০২৩ সালে আইএসএল লিগ শিল্ড ও ২০২৪ সালে আইএসএল ট্রফি জিতেছেন বিপিন। সদ্য সমাপ্ত আইএসএলে ২১টি ম্যাচ খেলেছেন বিপিন, করেছেন একটিমাত্র গোল।