ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে স্থগিত আইপিএল ২০২৫

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল আইপিএল ২০২৫। ভারত ও পাকিস্তানের সীমান্তে লাগাতার সমস্যার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিসিসিআই। শুক্রবার বিসিসিআইয়ের শীর্ষকর্তারা নিজেদের মধ্যে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি মাঝপথে বন্ধ হওয়ার পরেই এই সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রথমদিকে ধর্মশালা স্টেডিয়ামে যান্ত্রিক ত্রুটির কারণ দেখানো হয়েছিল। পরে জানা গিয়েছিল, জম্মুতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের জেরে ম্যাচটি স্থগিত করতে হয়েছে।
ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় দিল্লি ও পাঞ্জাবের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকার সহ সম্প্রচারকারকদের সকলকে বন্দে ভারত ট্রেন ধরে নয়াদিল্লিতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এখনও অবধি গ্রুপ পর্বে ১২টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে আহমেদাবাদে ৩টি, লখনউ ও বেঙ্গালুরুতে ২টি ও হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরে ম্যাচ রয়েছে। এছাড়াও হায়দরাবাদ ও কলকাতায় প্লেঅফসের ম্যাচও রয়েছে বাকি।
তবে এই প্রথমবার স্থগিত হয়নি আইপিএল। ২০২১ সালে কোভিডের পর স্থগিত হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ। তবে সম্ভাবনা রয়েছে, ভারতের ইংল্যান্ড সফরের পর আইপিএলের বাকি ম্যাচগুলি হতে পারে।