ট্রেনে নয়, বাসে করে দিল্লিতে ফিরবেন পাঞ্জাব-দিল্লির খেলোয়াড়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৫-কে ঘিরে জটিলতা অব্যাহত। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস স্থগিত হওয়ার পর খেলোয়াড়-কোচিং স্টাফ সহ সম্প্রচারকারদের বন্দে ভারত ট্রেনে দিল্লি ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটল।
জানা গিয়েছে, পাঠানকোট থেকে বন্দে ভারতে করে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল সকলের। কিন্তু ভারতীয় রেল থেকে এখনও অবধি কোনও নিরাপত্তার ছাড়পত্র মেলেনি। যার ফলে সম্ভবত বাসে করে সড়কপথে রাজধানীতে পৌঁছবে। ধর্মশালার কাছাকাছি অধিকাংশ বিমানবন্দর নিরাপত্তার কারণে বন্ধ হওয়ার কারণে এই জটিলতা তৈরি হয়েছে।
ইতিমধ্যেই আইপিএল ২০২৫ সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি থেকে সকলে যে যার মত নিজেদের দেশে বা নিজেদের শহরে ফিরে যেতে পারে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।