“পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করুন” — পহেলগাঁও জঙ্গি হামলার পর বিস্ফোরক সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ভারতকে পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করা উচিত।
সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, “১০০ শতাংশ এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কড়া পদক্ষেপ জরুরি। এটা কোনও খেলা নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটছে। সন্ত্রাসবাদ বরদাস্ত করা যায় না।”
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক কোনও সিরিজ হয় না। দুই দেশ কেবলমাত্র আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত প্রতিযোগিতাগুলিতেই মুখোমুখি হয়, যেমন টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ। ভারত ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১২-১৩ সালে, যেখানে পাকিস্তান ভারতে এসে সীমিত ওভারের সিরিজ খেলেছিল।
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েও ভারত পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানায়। ‘হাইব্রিড মডেল’-এর অধীনে ভারতের সব ম্যাচ হয়েছিল দুবাইয়ে।
২০২৪-২৭ চক্রে আইসিসি-র হাইব্রিড মডেল পরিকল্পনা
আইসিসির চেয়ারম্যান জয় শাহ ইতিমধ্যে ঘোষণা করেছেন, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্ট ভারত অথবা পাকিস্তানে হাইব্রিড মডেলে আয়োজিত হবে। এর ফলে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে।
সৌরভ গাঙ্গুলির পাশাপাশি, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও জানিয়েছেন, এই ঘটনার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটের কোনও প্রশ্নই উঠে না।
তিনি বলেন, “আমরা হামলায় আক্রান্ত পরিবারগুলির পাশে আছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকার যা বলবে, আমরা সেই পথেই চলব। পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। আইসিসি ইভেন্টে অংশ নিই কারণ তা আইসিসির আওতাধীন। তবে আইসিসিও সবকিছু জানে এবং তারাও পদক্ষেপ নেবে।”
ভারত ও পাকিস্তানের মধ্যে এখন শুধুমাত্র বিশ্বকাপ এবং আইসিসি টুর্নামেন্টেই লড়াই হয়, যেমন ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ভারতে এসেছিল। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে যাবে না বলেই জানিয়ে দিয়েছে, ফলে ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হবে।