অনন্য নজির আলিয়ার! স্কোয়াশের জাতীয় পর্যায়ে শিরোপা জয় করা প্রথম পশ্চিমবঙ্গের মেয়েকে চিনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আলিয়া কানকারিয়া (১০ বছর+) স্কোয়াশের জাতীয় পর্যায়ে যে কোনো বিভাগে শিরোপা জয় করা প্রথম পশ্চিমবঙ্গের মেয়ে। মাত্র ছয় বছর বয়সে স্কোয়াশ খেলা শুরু করে আলিয়া। গত দুই বছরে, কোচ সন্দীপ যাদবের দক্ষ প্রশিক্ষণ এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনে, সে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজের খেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে। কলকাতার আরপিজিআইএস স্কুলের ছাত্রী আলিয়া তার স্কুল থেকেও অসাধারণ সমর্থন পেয়েছে।
ভারতের বিভিন্ন শহরে আয়োজিত বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে আলিয়া মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে, সে তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা — স্কটিশ জুনিয়র ওপেন-এ (এডিনবরায়) অংশগ্রহণ করে। বিশ্বের ৩০টিরও বেশি দেশের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেয়। আলিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের হারিয়ে রানার-আপ হয়।
এরপর ২০২৫ সালের জানুয়ারিতে বার্মিংহামে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ব্রিটিশ জুনিয়র ওপেনে অংশ নিয়ে, যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার শীর্ষ খেলোয়াড়দের পরাজিত করে সে ৯ম স্থান অর্জন করে।
সম্প্রতি, আলিয়া কুয়ালালামপুরে অনুষ্ঠিত SRAFTKL আন্তর্জাতিক জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশ নিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় করে। ২০ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ফাইনালে সে মালয়েশিয়ার বর্তমান এশিয়ার এক নম্বর খেলোয়াড়কে পরাজিত করে ইতিহাস গড়ে।