আইলিগ ট্রফি তুলে দেওয়ার দিনেই চার্চিল ও ফেডারেশনকে স্থগিতাদেশের চিঠি দিল CAS

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঞ্চ তৈরি ছিল, রবিবার গোয়াতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন শীর্ষকর্তাদের হাত দিয়ে আইলিগ ট্রফি পাওয়ার কথা ছিল চার্চিল ব্রাদার্সের। কিন্তু একেবারে শেষ মুহুর্তে পুরো আয়োজনকে মাটি করে দিল কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের একটি চিঠি, যাতে এখনই চার্চিল ব্রাদার্সকে আইলিগ ট্রফি দিতে পারবেন না ফেডারেশন।
রবিবার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের তরফ থেকে চিঠিতে জানানো হয়, ইন্টার কাশীর অভিযোগের ভিত্তিতে, গত ১৮ এপ্রিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আপিলস কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ক্যাসের পরবর্তী শুনানি অবধি, ফেডারেশন আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারবে না বা আইলিগ ট্রফি প্রদানের অনুষ্ঠান আয়োজন করতে পারবে না।
View this post on Instagram
গত ১৩ জানুয়ারি আইলিগে ইন্টার কাশী বনাম নামধারী ম্যাচে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি যে ৩ পয়েন্ট কাশীকে দিয়েছিল, সেই সিদ্ধান্তকে রদ করে গত ১৮ এপ্রিল আপিলস কমিটি নামধারীকে সেই ৩ পয়েন্ট ফিরিয়ে দেয়। যার ফলে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে চার্চিল ব্রাদার্সকে ঘোষিত করে ফেডারেশন। তার জবাবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয় ইন্টার কাশী। তারই ভিত্তিতে এল এই স্থগিতাদেশ।