কলকাতার দায়িত্বে থেকে রয়্যালসে পাড়ি! আইপিএলের মাঝেই নতুন দায়িত্ব নিলেন অভিষেক নায়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জাতীয় দলের দায়িত্ব থেকে বিতাড়িত হওয়ার দুই দিন পরেই কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসেন অভিষেক নায়ার। তবে দায়িত্বে থেকেই অন্য একটি ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব নিলেন প্রাক্তন এই ক্রিকেটার।
মুম্বাই টি২০ লিগের তৃতীয় সংস্করণে নতুন দল হিসেবে আসা মুম্বাই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অভিষেক। এই দলের হেড কোচ হিসেবে জুড়েছেন মুম্বাইয়ের প্রাক্তন পেসার অমিত দানি। আইপিএল শেষ হওয়ার পর ২৬ মে থেকে শুরু হবে মুম্বাইয়ের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।