মেসি খেলবেন ২০২৬ বিশ্বকাপ? সমর্থকদের কাছে এই কাতর অনুরোধ করল আর্জেন্টিনার ফুটবল সংস্থা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ সালের বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ৩৭ বছরের আর্জেন্টাইন মহাতারকার মধ্যে আরও একটি বিশ্বকাপ খেলার ক্ষমতা রয়েছে? আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে চলা ফিফা বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা চরমে মেসি ভক্তদের।
এমন পরিস্থিতিতে মেসিকে নিয়ে এই অনুরোধ করলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেছেন, "আশা করি, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন। আমরা সবাই তাই চাই। তিনি এটা খেলার যোগ্য। কিন্তু ব্যাপারটা তাঁর ওপর নির্ভর করছে, তাঁর ইচ্ছা তিনি কেমন করবেন।"
এদিকে মেসিকে নিয়ে যে প্রত্যাশার পারদ চড়িয়েছেন সমর্থকরা, সেই নিয়ে ক্লদিও বলেছেন, "ওনাকে ওনার মতো থাকতে দিতে হবে, উপভোগ করতে দিতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা নিজেদের জাতীয় দলে খেলতে দেখছি, এটাই তো যথেষ্ট।"
এদিকে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার থেকে মেসিকে এগিয়ে রেখেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন প্রধান। তিনি বলেছেন, "সন্দেহ নেই, আমার কাছে মেসিই সেরা। তবে অনেকের ভিন্নমত থাকবে। দিয়েগো দেশপ্রেমী ছিলেন এবং তিনি সেটা প্রমাণ করেছেন। অবিশ্বাস্য সব পরিস্থিতিতে তিনি খেলেছেন। কিন্তু যদি আমাকে বেছে নিতে বলা হয়, আর সময়টাও আলাদা আলাদা। আমাদের এটা ভেবে গর্ব অনুভব করা উচিত, ইতিহাসের সেরা দুজনকেই আমরা পেয়েছি, দুজনেই আর্জেন্টাইন।"