মাতৃভূমি ছেড়ে বারবার কেন লন্ডনে চলে যান বিরাট-অনুষ্কা? ফাঁস হল রহস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রায়শই দেখা যায়, খেলা না থাকলে স্ত্রী অনুষ্কা ও সন্তানদের নিয়ে লন্ডনে চলে যান বিরাট কোহলি। আলিবাগে বিলাসবহুল প্রাসাদ গড়া সত্ত্বেও বিরুষ্কাকে প্রায়ই দেখা যায় লন্ডনে। কিন্তু কেন নিজের দেশ ছেড়ে বারবার লন্ডনে পাড়ি দিতে হয় দেশের সব থেকে চর্চিত জুটিকে? এই রহস্য ফাঁস করলেন প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ডঃ শ্রীরাম নেনে।
মাধুরী ও শ্রীরাম দুজনেই লন্ডনে থাকেন, আর সেখানে তাদের প্রায়ই সাক্ষাৎ হয় বিরাট ও অনুষ্কার সাথে। কিন্তু পরিবার-বন্ধুরা যখন ভারতে, কাজ যখন ভারতে, তখন কেন ইংল্যান্ডে যান বিরাট ও অনুষ্কা? এর জবাবে শ্রীরাম জানিয়েছেন, প্রচারের আলো থেকে বাঁচতে লন্ডনে চলে আসেন তারা। এমনকি, ইংল্যান্ডের রাজধানীতে পাকাপাকিভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করছেন তারা।
এই নিয়ে শ্রীরাম নেনে বলেছেন, "আমি বিরাটকে প্রচন্ড সম্মান করি। এর আগে বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল। উনি খুবই ভালো একজন মানুষ। এক দিন অনুষ্কার সাথে কথা হচ্ছিল, তখন ওনার কাছ থেকে জানতে পারি, পাকাপাকিভাবে লন্ডনে চলে আসার কথা ভাবছেন। কারণ হিসেবে জানতে পারি, ওনারা ভারতে নিজেদের মত করে কিছুই করতে পারছিল না। তবে ওনাদের সমস্যা আমি বুঝি। ওনাদের উপর সব সময় প্রচারের আলো এসে পড়ে। যার ফলে আমরা সবার থেকে আলাদা হয়ে যাই।"