পিএসএলের নাম নিতে গিয়ে মুখ থেকে বেরোলো আইপিএলের নাম! অবাক কান্ড রামিজ রাজার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের কথা সকলের মুখে মুখে ঘোরে। হবে নাই বা কেন, বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ। কিন্তু এর জন্য পাকিস্তান সুপার লিগের নাম নিতে গিয়ে আইপিএলের নাম নিয়ে বসলেন প্রাক্তন পাক ক্রিকেটার তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি রামিজ রাজা।
মঙ্গলবার পিএসএলের ম্যাচে লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতান্সের ম্যাচের পর প্রেজেন্টেশনে এসে সেরা ক্যাচের পুরষ্কার তুলে দিতে গিয়ে সুপরিচিত ধারাভাষ্যকার রামিজ রাজা বলে ফেলেন, "What a catch. Probably the catch of the HBL IPL"। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
HBL IPL ????????????????pic.twitter.com/iMiBD3iadz
— ٰImran Siddique (@imransiddique89) April 22, 2025
যদিও এই ঘটনা পাকিস্তান সুপার লিগের জন্য লজ্জাজনক, তবে এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের জন্য বেশ উত্তেজক পর্যায়ে গিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়াসির খানের ৪৪ বলে ৮৭ এবং মহম্মদ রিজওয়ান, উসমান খান ও ইফতিখার আহমেদের দুরন্ত ব্যাটিংয়ে মুলতান সুলতান্স ২০ ওভারে ২৩৪ রানের বড় স্কোর খাঁড়া করে। জবাবে লাহোর কালান্দার্স লড়াই করেও ২০ ওভারে ১৯৫/৯ স্কোরেই আটকে যায়।